মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনন্দ মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছে ১০ জন প্রার্থী।
বৃহষ্পতিবার(৩০নভেম্বর) সকাল হতে বিকাল পর্যন্ত নীলফামারী জেলা রির্টানিং কর্মকর্তা (ডিসি)পঙ্কজ কুমার ঘোষ ও সহকারী রির্টানিং কর্মকর্তা (ডোমার) নাজমুল আলম বিপিএএ, সহকারী রির্টানিং কর্মকর্তা(ডিমলা) নুর-ই-আলম সিদ্দিকী এর কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি, মো. সিরাজুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ), মো. তছলিম উদ্দিন (জাতীয় পার্টি),জাফর ইকবাল সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএফ),মো. লতিবালী রহমান লতিফ (জাকের পার্টি), মো. ইমরান কবির চৌধুরী(স্বতন্ত্র),মো. মখদুম আজম মাশরাফী জাতীয় পার্টি (জেপি), খায়রুল আলম (স্বতন্ত্র),করুনাময় মল্লিক (এনপিপি),এ্যাড. এন কে আলম চৌধুরী (তৃনমূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল) জেলা রির্টানিং কর্মকর্তা (ডিসি) পঙ্কজ কুমার ঘোষ ১০জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
You sent
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2025 দেশ যুগান্তর. All rights reserved.