বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক লাইব্রেরিকে ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষোভে ফুঁসে উঠেছে রায়পুরবাসী, বিভিন্ন সংগঠনের যৌথ বিবৃতি ইয়াকুব আলী খান এর সন্ধান চান পরিবার! লন্ডন প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে বামনী ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল গাজীর শীত বস্ত্র বিতরণ পাইকপাড়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন পিঠা উৎসবে উচ্ছ্বসিত সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎

রায়পুরে ছেলের বিরুদ্ধে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ 

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার দেখা হয়েছে
এস.এম জাকির হোসাইন
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ড, মধ্যে কেরোয়া গ্রামের হাওলাদার বাড়ির নূরুল আমিনের ছেলে জাবেদ  (২৫) এর বিরুদ্ধে মাদকের টাকা না পেয়ে ঘরবন্দী করে মাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
গত রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সূত্রে জানা যায়,  ঘটনার পর থেকেই মাদকাসক্ত অভিযুক্ত জাবেদ হোসেন পলাতক রয়েছেন।
এবিষয়ে জাবেদের মা ওয়াহিদা বেগম (৬১) গণমাধ্যমের কাছে কেঁদে কেঁদে সন্তানের কঠোর শাস্তি দাবী করে বলেন,  “আমার ছেলে গত ৮ বছর ধরে নেশায় আসক্ত হয়ে পরিবারের সকলের উপর অনেক অত্যাচার করে আসছে।  এর পূর্বে ওর বাবা জীবিত থাকতে তাকে বারবার মারধর করেছে। গতরাতে আমার কাছে এসেই বলে এখন ৫০ হাজার টাকা দিতে হবে,  আমি বলছি এতো রাতে টাকা কোথায় পাবো?  ছেলে বলে এক্ষুনি দিতে হবে বলেই পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায় অসহ্য যন্ত্রণায় ছটফট করে আমি জোরে চিৎকার করি।  তখন আমাকে ছেড়ে দিয়ে দাঁ খুঁজতে যায় আমাকে জবাই করার জন্য সেই সুযোগে আমি পালিয়ে গিয়ে প্রতিবেশী একজনের ঘরে আশ্রয় নেই।  তারাও কেউ জাবেদের ভয়ে ঘর থেকে বের হয়নি।  কারণ ওর সাথে মাদকাসক্ত দলের সাথে যোগাযোগ রয়েছে কিছু একটা হলেই সবাইকে দলবলের ভয় দেখিয়ে হত্যার হুমকি দিত। হঠাৎই দেখি আমার ঘরে আগুন জ্বলছে।  ছেলে আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ঘরটিও জ্বালিয়ে দিয়েছে। কিছু নাই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ৩ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।  আমি এই ছেলের ফাঁসি চাই।  আল্লাহ যেন এমন কুলাঙ্গার ছেলে আর কাউকে না দেন। “
এবিষয়ে ভুক্তভোগী ওহিদা বেগমের পাঁচ মেয়ে বলেন,  “আমাদের একমাত্র আদরের ভাই ছিল জাবেদ। আমাদের বিয়েতে যে টাকা খরচ হয়েছে সে টাকা ওকে দিতে হবে এই কথা বলে সবসময়ই বাবা- মাকে মারধর করত। ও মাদকাসক্ত ছেলেদের নিয়ে বারবার আমাদেরকে হত্যার হুমকি দিত ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়না। আমার মাকে মারধর করে জবাই করার উদ্দেশ্য  দাঁ খুঁজতে থাকে সেই ফাঁকে মা সুযোগ বুঝে বের হয়ে যায়, মাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জাবেদ ঘরে আগুন লাগিয়ে দেয়, পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা বোনরা ওর ফাঁসি চাই। “
ভুক্তভোগীর প্রতিবেশী কয়েকজন বলেন,  প্রতিনিয়ত মা ছেলের মধ্যে ঝগড়া লেগেই থাকত।  জাবেদ ওর মাকে বেদম মারপিট করত। ও মাদকাসক্ত দলের সাথে চলাচল করে নিজেও মাদক সেবি। কিছু বললেই আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে দা,  ছেনি নিয়ে বের হত। তাই ভয় কেউ কথা বলতে সাহস পাইনি।  ওর মা বিদবা অসহায়।  সবকিছু শেষ হয়েগেছে। সরকারি সহায়তায় অন্তত একটা ঘর যেন তাকে দেওয়া হয় সেই অনুরোধ করছি এবং এই কুলাঙ্গার মাদকাসক্ত ছেলে জাবেদ সহ ওর সাথে আরও যারা রয়েছে সকলের বিচার দাবী করছি। “
এবিষয়ে মা ওহিদা বেগম বাদী হয়ে গতকাল সন্ধ্যায় রায়পুর থানা, উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী বরাবর অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম বলেন, “অভিযোগ পেয়েছি।  আসামিকে গ্রেপ্তার করে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102