বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক লাইব্রেরিকে ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষোভে ফুঁসে উঠেছে রায়পুরবাসী, বিভিন্ন সংগঠনের যৌথ বিবৃতি ইয়াকুব আলী খান এর সন্ধান চান পরিবার! লন্ডন প্রবাসী সোলাইমান বিন সিদ্দিকের অর্থায়নে বামনী ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল গাজীর শীত বস্ত্র বিতরণ পাইকপাড়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন পিঠা উৎসবে উচ্ছ্বসিত সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎

লক্ষ্মীপুরে শিক্ষার্থী সাব্বির হত্যা মামলায় আ’লীগ নেতা কবির ঢাকা থেকে আটক!

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১০১ বার দেখা হয়েছে

নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারীকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১১ টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে শিক্ষার্থীরা আটক করেন। বর্তমানে তিনি বসুন্ধরার ভাটারা থানায় হেফাজতে আছেন।

বুধবার (২১ আগস্ট) বেলা ১২-৩০ মিঃ সময় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রসঙ্গে ওসি বলেন, শিক্ষার্থীরা কবির পাটওয়ারীকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন বলে আমাদের নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ কর্মকর্তা। ভাটারা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করবে। কবির পাটওয়ারী শিক্ষার্থী সাব্বির হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার আসামি।

জানা যায় আটক কবির সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নের মামা।

খুনের ঘটনার সম্পর্কে পুলিশ সূত্র জানায়, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে চার শিক্ষার্থী নিহত হন। তারমধ্যে সাব্বির হোসেন রাসেল হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়।

সাব্বির হত্যার ঘটনায় ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। ঢাকায় আটক কবির পাটওয়ারী এ মামলার ৪ নম্বর আসামি। সূত্র থেকে আরও জানা যায় ৪ আগস্ট দায়িত্বরত কাজে বাধাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নাম উল্লেহ ও অজ্ঞাত ৭০০ জনের নামে মামলা করা হয়। ১২ আগস্ট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার কবির পাটওয়ারী ৫ নম্বর আসামি বলে মামলার সূত্র থেকে জানা গেছে।

দেশ যুগান্তর /আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102