শহর জীবন : শাহজালাল সুজন
দেশ যুগান্তর প্রতিনিধি
-
প্রকাশের সময় :
বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
-
৩৬১
বার দেখা হয়েছে
ইট পাথরের ঘেরা শহর
ভিন্ন রকম মানুষ,
দৃশ্যপটে একই চিত্র
সবই যেন ফানুস!
ছুটে মানুষ ঘূর্ণিপাকে
ব্যস্ত পথের বাঁকে,
কালো ধোঁয়ায় আচ্ছন্নতা
যানবাহনের ফাঁকে।
গুমসা বাঁধা শহরের গায়
দিনে কিংবা রাতে,
বায়ূ দূষণ ঘটে নিত্য
ঝুঁকি স্বাস্হ্য খাতে।
শেওলার মত উন্নয়নে
শহর জীবন ভাসে,
পথের ধারে জীবন গুলো
দুঃখ নিয়ে হাসে।
জোঁক এর মত রক্ত চুষে
বিত্তশালী থাকে,
গরীব পিষ্ট যাতাকলে
বাঁচার স্বপ্ন আঁকে।
কবি- শাহজালাল সুজন
এ বিভাগের আরো সংবাদ