কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক কারবারী গডফাদার অধরা থেকে যায় স্থানীয়দের অভিযোগ।
উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের ডেইলপাড়া, করইবনিয়া, পূর্ব ডিগলিয়া পালং, চাকবৈঠা, রত্নাপালং করইবনিয়া এসব এলাকাতে ইয়াবা মাদক গডফাদার অধরা রয়েছে।
আমরা এলাকাবাসী প্রশাসনের প্রতি বিনিত অনুরোধ করছি এসমস্ত মাদক কারবারী গডফাদার গ্রেফতার না হলে শিক্ষিত সমাজ স্কুল কলেজের ছাত্ররা মাদক থেকে রক্ষা পাবে না। বড় অংকের টাকা দেখে ইয়াবা মাদক ব্যবসায়ী মাদক সেবি হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের ইয়াবা মাদক থেকে রক্ষা করতে হলে এই সমস্ত ইয়াবা কারবারিদের গ্রেফতার করতে হবে অবশ্যই। নাম প্রকাশ না করলে প্রশাসন বুজতে পারে না সেই জন্য স্হানীয়রা নাম প্রকাশ করেন। বার্মার নুর হোসেন (প্রকাশ চেয়ারম্যান)
তার বোনের জামাই/স্বামী হাকিম আলী(প্রকাশ বার্মার হাকিম আলী)। এ সিন্ডিকেটে আরো অনেক ছোট বড় ব্যবসায়ীরা তাদের সাথে জড়িত আছেন বলে জানান।
প্রকাশ করার পরেও ইয়াবা মাদক বন্ধ হচ্ছে না। আগামীতে থাদের ছবিসহ প্রকাশ করা হবে বলেন তারা।
এই সিন্ডিকেটের ১ লাখ ৫০ হাজার ইয়াবা নিয়ে গত ২৪/০৫/২১ তারিখে কক্সবাজারের রামু সেনানিবাস এলাকার বোটানিক্যাল টমটম চালক করইবনিয়া রশিদ আহমদের ছেলে আবুল হাশেম ও রোহিঙ্গা আমিনসহ আটক হয়েছেন বলে অভিযোগ।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য জনাব আব্দুর রহিম মেম্বার এর কাছে জানতে চাইলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
দেশ যুগান্তর/আরজে