লক্ষ্মীপুরের রায়পুর থেকে (১৭) এক স্কুলছাত্রীকে অপহরণ করে খুলনায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনাছ আলী সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১১ জুন) সকালে খুলনার রূপসা থানার রাজাপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনাছ আলী একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ওই কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৭ মে ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় ছাত্রীকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ওই ছাত্রীর সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাটতে গেলে সুমন তাকে অপহরণ করে খুলনার রাজাপুর গ্রামে নিয়ে যায়। এরপর ইচ্ছের বিরুদ্ধে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করে।
এদিকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.