হাটহাজারীতে অবৈধভাবে কাঠ পাচারের সময় জীপবোঝাই গামারি গোল কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন ।
বুধবার (৪ডিসেম্বর) পৌরমদরস্ত কাচারী সড়ক এলাকা থেকে ৭১ ঘনফুট (৫৫টুকরো) কাঠ জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম। জীপ গাড়ির মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং স্থানীয় বন বিভাগকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নেতৃত্বে জীপ গাড়ি (চট্ট মেট্রো-গ ৫৪৬৪)কাঠ জব্দ এবং জরিমানা প্রদান করেন। এ বিষয়ে বৃহস্পতিবার বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দকৃত কাঠ বন বিভাগের উপজেলার ১১ মাইল এলাকায় চেক স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
এ সময় বন বিভাগের সহঃ স্টেষন কর্মকর্তা রেজাউল করিম,অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন কান্তি মন্ডল, এফজি মোঃমেহেদী সহযোগিতা করেন।