অসহায় এক মহিলাকে মারধর করে ভূমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে ২নং ওয়ার্ডের চংদারিয়া গ্রামের মৃত মুন্তাজ উদ্দিনের স্ত্রী রোকিয়া (৫৫) নামে অসহায মহিলার পৈত্রিক সুত্রে পাওয়া নিজ নামে রেকর্ড কৃত ভূমি হাজরাবাড়ি পৌরসভার পূর্ব গুজামানিকা গ্রামের মৃত বাবর আলী ছেলে ১। আনোয়ার হোসেন(৪২) ২। জাকির হোসেন (২০) পিতা আনোয়ার আমিনুর ইসলাম( ৪২) পিতা মৃত হযরত আলি ৪। মোছাঃ জাহিদা( ৩৮) গং রা দীর্ঘ দিনযাবৎ জোর পূর্বক ভুমি জবর দখলের চেষ্টা করে বলে জানান-এলাকাবাসীরা। এই নিয়ে মেম্বার - চেয়ারম্যান, কাউন্সিলর সহ এলাকাবাসিরা বহুবার সালিস করেছে। বিবাধীগণ জনসংখ্যায় বেশি বলে তারা সালিশ মানে না ।
আদ্রা ইউনিয়নের মো: নজরুল (৪০) মো: নুরনবী (৪৫) হইবর(৫০) আমেনা (৫০),খুদেজা সহ আরও অনেকেই জানায় গত ১৯/০৬/২৩ ইং বিকেলে রাজিয়ার রেকর্ডকৃত ভূমিতে বিবাধীগণ গাছ লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌছঁতেই রাজিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।রাজিয়া গালিগালাজ করতে বারণ করলে বিবাধীগণ রাজিয়া কে চুল ধরে টানা- হেচড়া করতে করে এবং বুকে, কোমরে, পাথি,কিল,ঘুষি মারতে মারতে বাড়ির ভিতরে নিয়ে যায়। সেখানে রাজিয়া কে হত্যার উদ্দেশ্যে বেআইনি অস্ত্র,দা- লাঠি, রড় নিয়ে আসে এবং শ্বাসরোধ করে ধরে এতে রাজিয়া ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়।অবস্থা বেগতিক দেখে বিবাধীগণ পালিয়ে যায়।খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ রাজিয়া কে উদ্ধার করে নিয়ে যায়।চিকিৎসা জন্য ঐ দিন সন্ধ্যায় মেলান্দহ সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ২৪/০৬/২৩ খ্রি: কর্তব্যরত চিকিৎসক ছাড়পত্র প্রদান করলে রাজিয়া বাড়ি চলে যায়। ২৬/০৬/২৩ইং রাজিয়া মেলান্দহ থানায় হাজির হয়ে মামলা দাযের করেন। মামলা নং-২৪
ধারা১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/১১৪ দঃবিঃ রুজু করা হয়। এর পর হতে মামলা তুলে নেয়ার জন্য রাজিয়া কে প্রাণ নাশের হুমকি দিয়ে আসতেছে।
মামলার বাদি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নিজ ভূমি জবররদখল কারিদের হাত হতে উদ্ধারের প্রয়োজনীয় আইনি সহযোগীতা চেয়ে ইউএনও,ডিসি,লিগ্যাল এইড,প্রেসক্লাব, মানাবাধিকার সংস্থা বরাবর লিখিত দরখাস্তও করেছে বলে রাজিয়া জানিয়েছে।#
মোঃ ছামিউল ইসলাম (জামালপুর)
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.