বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ভেঙে ফেলেছে। ধ্বংস করেছে। রাষ্ট্রের মানুষ জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলেছে। আইনের শাসন নাই। ভোটের অধিকার নাই। আওয়ামী লীগের লোকজন নতুন করে লুটপাটের অর্থনীতি গড়ে তুলেছে। আওয়ামী মডেল অফ ইকোনোমিক্স। তাদের লুটপাটের জন্য। বাংলাদেশের মানুষের কিছু নেই। তাই এই আমাদের আন্দোলনের রূপরেখা।
মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা, ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেওয়ার পরে আওয়ামী লীগে মুখ বন্ধ হয়ে গেছে। তারা এটাকে বিরোধীতা করার কোন ভাষা খুঁজে পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের সংবিধানকে ইচ্ছামত পরিবর্তন করে দলীয় সংবিধানে পরিণত করেছে। এই সংবিধান পরিবর্তন করা ছাড়া দেশ পরিচালনা করা কঠিন হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিদায় করলেই হবে না, এসব সংস্কার বাস্তবায়ন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব হবে না।
জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের পাশের একটি ভবনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন প্রমুখ। আলোচনা সভায় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.