বইমেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেছবি: প্রথম আলো
প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছে বাংলা একাডেমি। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইমেলার এটি ৩৭তম আয়োজন। করোনার বৈশ্বিক অতিমারির কারণে বরাবরের মতো এবার ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হতে পারেনি। তবে জাতির মেধা-মনন ও সৃজনশীলতার এই অনন্য আয়োজনের জন্য প্রতীক্ষা ছিল সবার। সে কারণেই নির্ধারিত সময়ের পরে মেলার আয়োজন করা হচ্ছে।
বাংলা একাডেমির বর্ধমান হাউসের দক্ষিণের মাঠে আগের মতো এবারেও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানসহ মাসব্যাপী অনুষ্ঠানমালার কার্যক্রমও এখানে চলবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়াচীনবইটির ইংরেজি অনুবাদ নিউ চায়না-১৯৫২–এর মোড়ক উন্মোচন করবেন। বাংলা একাডেমি বইটি প্রকাশ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেলামঞ্চে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিসচিব মো. বদরুল আরেফীন, স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এবং সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।
এবারের মেলা উৎসর্গ করা হবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি। মেলার মূল ভাবনা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.