আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে হামলার মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমানসহ ৬ জনের জামিন মঞ্জুর করেছেন উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
বৃহস্পতিবার সকালে তারা আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় সাকিব প্লাজার সামনে দুবৃত্তরা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ৮ জন ও আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মেয়াজ্জেম হোসেন খান এর ভাতিজা মো. কবির হোসেন খান একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান ও তার ভাই আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো.মজিবর রহমানকে আসামী করা হয়।
বৃহস্পতিবার সকালে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মো. মতিয়ার রহমান ও তার ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলায় আমাদের জড়ানো হয়েছে। আশা করি আমরা নির্দোষ প্রমানিত হবো। জামিন প্রসঙ্গে তিনি বলেন সত্যের জয় হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.