আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা জেলা নির্বাচন অফিসার রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন।
জানাগেছে,আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। শুক্রবার মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বরগুনা জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী এ প্রতিক বরাদ্দ দেন। এতে মেয়র পদে বর্তমান মেয়র মোঃ মতিয়ার রহমান (মোবাইল ফোন), সাবেক মেয়র নাজমুল আহসান খাঁন নান্নু (হ্যাঙ্গার), জিল্লুর রহমান (নারিকেল গাছ), নুসরাত জাহান (বরশি), জহিরুল ইসলাম খোকন (ক্যারাম বোর্ড),ইফতেকার হাসান (চামচ),আব্দুল্লাহ আল মামুন (কম্পিউটার), আবুল কালাম আজাদ (জগ) ও কামাল হোসেন (ইস্ত্রি) প্রতিক পেয়েছেন।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, সঠিক প্রক্রিয়ায় মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।#
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.