শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে রায়পুর উপজেলায় নির্মাণ করা হচ্ছে “উপজেলা প্রশাসন আর্টস্কুল”। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে, শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
এবং আর্টস্কুল নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে সরকারি মার্চেন্টস একাডেমির দুটি কক্ষে শুক্রবার এবং শনিবার সপ্তাহে দুদিন শিক্ষার্থীদের চারুকলা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, সুযোগ পেলেই বাচ্চাদের সাথে গিয়ে সময় কাটান ইউএনও। নিজেই বাচ্চাদের সাথে বসে যান ছবি আকতে। এতে করে শিশুরাও খুব আনন্দে উদ্বেলিত হয়ে যায় বলে জানান অভিভাবকরা। শিশুদের ছবি আকায় আগ্রহী করে তোলার লক্ষ্যে ইউএনওর এসব কর্মকাণ্ড অভিভাবক মহলে খুব প্রশংসিত হয়েছে।
দেশ যুগান্তর/আরজে