জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সদ্যপ্রয়াত শায়খুল হাদীস ও শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)এর ছোট বোন এবং জামিয়ার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের যিম্মাদার হযরত মাওলানা আনোয়ার শাহ আযহারী (দা.বা.)এর আম্মাজান মোছাঃ মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)।
আজ (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুমা আল্লামা বাবুনগরী (রহ. )এর স্নেহধন্য ছোট বোন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। ইন্তিকালের সময় তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।
সাংসারিক জীবনে মরহুমা চার পুত্র ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন। কন্যারা সকলে কুরআনের হাফেজা এবং দুই পুত্রও হাফেজে কুরআন। জৈষ্ঠ্যপুত্র মাওলানা আনোয়ার শাহ আযহারী (দা.বা.) জামিয়া থেকে কৃতিত্বের সাথে ফারেগ হওয়ার পর মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্য ও হাদীসের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জামিয়া দারুল উলূম হাটহাজারীর উচ্চতর আরবী সাহিত্য বিভাগের যিম্মাদার হিসেবে খেদমতে নিয়োজিত আছেন।
মরহুমা মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ সাহেব (রহ.) এর সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া (রহ.)এর সহধর্মিণী ছিলেন।
আজ রাত ৯টায় চট্টগ্রাম হাটহাজারীস্থ মাদার্শা শাহ সাহেবের বাড়িতে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)এর ছোট বোন এবং জামিয়ার উস্তাদ মাওলানা আনোয়ার শাহ আযহারী (হাফি.)এর মায়ের ইন্তেকাল
পারভেজ মাহমুদ হাটহাজারী
জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সদ্যপ্রয়াত শায়খুল হাদীস ও শিক্ষাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)এর ছোট বোন এবং জামিয়ার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের যিম্মাদার হযরত মাওলানা আনোয়ার শাহ আযহারী (দা.বা.)এর আম্মাজান মোছাঃ মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)।
আজ (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুমা আল্লামা বাবুনগরী (রহ. )এর স্নেহধন্য ছোট বোন। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। ইন্তিকালের সময় তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।
সাংসারিক জীবনে মরহুমা চার পুত্র ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন। কন্যারা সকলে কুরআনের হাফেজা এবং দুই পুত্রও হাফেজে কুরআন। জৈষ্ঠ্যপুত্র মাওলানা আনোয়ার শাহ আযহারী (দা.বা.) জামিয়া থেকে কৃতিত্বের সাথে ফারেগ হওয়ার পর মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্য ও হাদীসের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি জামিয়া দারুল উলূম হাটহাজারীর উচ্চতর আরবী সাহিত্য বিভাগের যিম্মাদার হিসেবে খেদমতে নিয়োজিত আছেন।
মরহুমা মুর্শিদে আজম মাওলানা আবদুল মজিদ শাহ সাহেব (রহ.) এর সুযোগ্য সন্তান বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া (রহ.)এর সহধর্মিণী ছিলেন।
আজ রাত ৯টায় চট্টগ্রাম হাটহাজারীস্থ মাদার্শা শাহ সাহেবের বাড়িতে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।