প্রায় লক্ষাধিক লোকের কিংবা তার থেকেও অধিক জনসংখ্যা বিশিষ্ট শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ায়। বিশমাইল থেকে জিরাবো পর্যন্ত সংযোগ সড়কের দীর্ঘদিন যাবৎ বেহাল দশার সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের ।
সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জমে থাকা পানিতে রাস্তায় সৃষ্ট হয়েছে বড় বড় গর্ত। আর গর্ত গুলোতে প্রতিনিয়ত ছোট-বড় পরিবহন ভ্যান অটোরিকশা ও ট্রাক উল্টে যাচ্ছে, নষ্ট হচ্ছে মানুষের মূল্যবান সম্পদ, ঘটছে ভয়াবহ দুর্ঘটনা ।
এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার অটোরিকশা ও নানা রকমের ছোট-বড় ভারী যানবাহন বিভিন্ন কলকারখানার জরুরী রপ্তানি কাজে নিয়োজিত বড় বড় লরি য চলাচল করে, এতে করে ভাঙ্গা রাস্তায় দীর্ঘ জ্যাম ও ভোগান্তিতে মানুষের জন-জীবন দুর্বিঃষহ হয়ে উঠেছে । খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলোর কষ্ট দেখার মতো কি কেউ নেই বললেই চলে।
এখন সাধারণ মানুষের গণদাবি হয়ে দাঁড়িয়েছে রাস্তা সংস্কার ও মেরামত করা ।
পথচারী রফিক উল্লাহ বলেন, সুদৃষ্টি আকর্ষণ করছি সড়ক ও জনপথ অধিদপ্তরের এবং সাভার-আশুলিয়ার মাননীয় সাংসদ ডাঃ এনামুর রহমান এমপির প্রতি। আপনিই পারবেন এ সমস্যার সমাধান করতে।
তিনি সংবাদকর্মীদের উদ্যেশ্য করে বলেন, প্রতিটি এলাকায় জনদুর্ভোগের কথা দয়া করা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলুন। তাহলে হয়তো অতি দ্রুত এটি সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ চেষ্টা করবে।
তিনি বলেন, সভার-আশুলিয়াবাসীর প্রাণের দাবি বিশমাইল থেকে জিরাবো পর্যন্ত সংযোগ সড়কটি অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণ করা হোক ।
দেশ যুগান্তর/আরএইচ