ইস্তান্বুলের একটি সরকারী হিফজ প্রজেক্ট স্কুল (ইমাম হাতিব স্কুল) থেকে ১৩৬ জন সদ্য হিফজ শেষ করেছেন। গতকাল তাদের ঐতিহাসিক এক সমাবর্তন হল আয়া সোফিয়াতে। এতে প্রধান অতিথি ছিলেন তুরুস্কের প্রেসিডেন্ট এরদোয়ান । পাশাপাশি তুরস্কের পার্লামেন্টের স্পীকার, ভাইস প্রেসিডন্ট এবং মন্ত্রীবর্গসহ রাষ্ট্রের সর্বোচ্চ বডির অধিকাংশই ছিলেন সেই সমাবর্তনে। তাকসিম মসজিদ উদ্বোধন উপলক্ষে আসা বিদেশী মেহমানরাও যোগ দেন সেখানে।
সমাবর্তনের নানা অনুষ্ঠানিকতা ছাড়াও হাফেজদের তেলওয়াত শোনা হয় এবং প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও তেলওয়াত করেন। এরপর নতুন এই হাফেজদের নানান রকমের গিফট সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়।
ইয়েস! আজ থেকে ২৫ বছর আগে তুরস্কে যে পোস্ট মর্ডান ক্যু হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ মিশন ছিল হাফেজ তৈরীর এই স্কুলগুলো পুরোপুরি বন্ধ করা। আধুনিক তুরস্কের ইসলামিক- সেক্যুলার ব্লকের যে বিষয়গুলো নিয়ে রীতিমতো যুদ্ধ (!) চলমান ছিল তার একটি ছিল “ইমাম হাতিব স্কুল চালু করা- বন্ধ করা”র বিষয়টি। কি কালো সময়গুলোই না গিয়েছে এই প্রতিষ্ঠানগুলোর। এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার বইতে এ বিষয়ে বিস্তারিত । আর আজ! পরিস্থিতির শুধু পরিবর্তনই নয় বরং প্রেসিডেন্ট তার পুরো ক্যাবিনেট নিয়ে যোগ দেন হাফেজদের সমাবর্তনে!
দেশ যুগান্তর/এইতআর