লক্ষ্মীপুর জেলার রায়পুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো: শাহ আলম, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার মো: টিপু সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হকসহ অন্যান্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীর হাতে এই সময় শুভেচ্ছা স্মারক তুলে ন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
অঞ্জন দাশ বলেন, যারা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে তাদের উৎসাহ ও প্রেরণা দেয়ার জন্য এই আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা বলেন বর্তমান সময়ে স্মার্ট মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড , ক্রীড়া ও শরীর চর্চায় শিক্ষার্থীদের পারদর্শী হয়ে উঠতে হবে। এই শুভেচ্ছা স্মারক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এদের দেখাদেখি অন্যান্য শিক্ষার্থীরাও এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠবে। যেটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
রায়পুর এল এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিদ্রা বণিক বলেন, আমি বিজয় দিবসে নৃত্য পরিবেশন করেছি। সেজন্য ইউএনও স্যারের হাত থেকে পুরস্কার নিতে পেরে আমি খুবই আনন্দিত।
কয়েকজন অভিভাবক বলেন, বিভিন্ন জাতীয় দিবস এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা দেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এই ধরণের আয়োজন প্রশংসনীয়।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.