মোঃ জিয়াউল, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৬ নেতা কর্মীকে কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৬ নেতাকে সাত বছর ৬মাসের কারাদন্ডাদেশ প্রধান করেন।
মামলা সুত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের মৃত: দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলম ফকির, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আ. মজিদ ফকির, পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাছির উদ্দিন টুকু, পত্তাশী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, আঃ কুদ্দুস সহ ৬জনের বিরুদ্ধে (৫৪১/২০০০) নাম্বার মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
মামলার বাদি সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ২০০০ সালে জমি সংক্রান্ত বিরোদের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার বড় ভাই তোফাজ্জেল হোসেনকে হত্যার উদ্দেশ্য তার উপর হামলা করা হয়। সেই ঘটনায় আদালত আজকে যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট হয়েছি। দেরিতে হলেও আমরা ন্যায় বিচার পেয়েছি।