নজরুল ইসলাম উজ্জ্বল : ৭ই নভেম্বর এর বিপ্লব মানুষকে সঠিক পথ দেখায় এই প্রতিপাদ্যকে এই শ্লোগানকে সামনে রেখে ৯ ই নভেম্বর ২০২৪ শনিবার ইতালির ( আলতে মোনতেক্কিও'র ) স্থানীয় এক হলে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সভায় বক্তারা এ কথা বলেন।
সারাদিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই যুব সম্প্রদায় ও বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবীদের নিয়ে আয়োজন করা হয় জাতীয় বিপ্লব সংহতি দিবস ও মধ্যাহ্ন ভোজ।
মধ্যাহ্নভোজ শেষে সিনিয়র সহ সভাপতি সিকদার মোঃ কায়েসের সভাপতিত্বে কাজী সাত্তারের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন “জনাব আবু সায়েম” প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “ রফিকুল ইসলাম মান্না” তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
প্রধান বক্তা “আব্দুল্লাহ আল মামুন ও ইমরান খান”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহ সভাপতি জাফর আহমেদ কামাল মাঝি,মো: নজরুল ইসলাম উজ্জ্বল, মাইনুদ্দিন প্রিন্স, মিল্টন খন্দকার, আনিসুর রহমান, মিহাদ হাসান নয়ন, নুসরাত জাহান মুনা, মিন্টু আলম, সোহেল সারেং , শারমিন রহমান, মনিরুজ্জামান, আব্দুল হালিম, বরকত উল্লাহ, জাকির খন্দকার, সাইফুল ইসলাম, ও মাহবুব ।
এ সময় বক্তারা ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিষদ আলোচনা করেন।
স্থানীয় গণমান্য ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে উপস্থিত ছিলেন তরুন যুবকরা।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের আগামীর পথচলা সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্তে সকলে এক মত প্রকাশ করেন। এই কামনায় এবং বাংলাদেশ যেন একটি সুন্দর সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচালিত হতে পারে সেজন্য সভা থেকে দোয়া করা হয়।
পরে সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কায়েস সিকদার তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা মুলতবি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.