মধ্য সাগরে ধরা পড়ল ৩২ কেজি ওজনের একটি হাইতা বোল মাছ ।
গত মঙ্গলবার রাতে তেলিখালী গ্রামের বাদল মাজীর মায়ের দোয়া নামক একটি ফিশিং বোর্ডের জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
এদিকে বুধবার দুপুরে উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরের মোহাম্মদ জাহীদ হোসেনের আরতে মাছটি নিয়ে গেলে মাছটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে।
এ বিষয় মৎস্য আড়ৎ এর মালিক মোঃ জাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন , মধ্য সাগরে মঙ্গলবার রাতে জালে ৩২ কেজি ওজনের হাইতা বোল মাছটি ধরা পড়ে তবে স্থানীয় ব্যবসায়ীরা দাম কম বলায় ও মাছটির সঠিক মূল্য না পাওয়ায় ট্রলারের মালিক মাছটি এখান থেকে নিয়ে গেছেন।
তবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাইতা বোল মাছটির বাজার মূল্য পনেরো থেকে ষোল লক্ষ টাকা দাম থাকলেও নানান লোকে ঝামেলা করায় আজ সন্ধ্যায় এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাড়েরহাটের এক স্থানীয় ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জাল বা বড়শিতে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরাও ভালো দাম পাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.