বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

ইন্দুরকানীতে পাড়েরহাট প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫৩৫ বার দেখা হয়েছে

মোঃ জিয়াউল,ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর ইন্দুরকানি পাড়েরহাটে বিজয় নিশান কর্তৃক আয়োজিত পাড়েরহাট প্রিমিয়ার লীগ সিজন-৪ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) বিকেলে উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশ নেয় পাওয়ার হিটার্স ক্রিকেট একাদশ বনাম পাড়েরহাট বয়েজ ক্রিকেট একাদশ। বিকেল ৩টায় শুরু হয় খেলা। টসে জিতে পাওয়ার হিটার্স ক্রিকেট একাদশ নামক দলটি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পরে পাড়েরহাট বয়েজ ক্রিকেট একাদশ ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভার খেলে পাওয়ার হিটার্স ক্রিকেট একাদশকে জয়ের জন্য ৭ উইকেটে ১৭৪ রানের টার্গেট দেয়। জবাবে ১৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে পাওয়ায় হিটার্স ২০ রানে পরাজিত হন।

মশিউর রহমান পলাশ এর সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন সাইমুন আহমেদ ও সাইফুল ইসলাম জুম্মান । প্রতিটি ম্যাচ বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাড়েরহাট প্রিমিয়ার লীগ এর প্রধান মোঃ সজিব খান এর সভাপতিত্বে ও মোঃ ফয়সাল মাঝির সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামীলীগ পিরোজপুর ও সাধারণ সম্পাদক জেলা যুবলীগ পিরোজপুর।

বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ ইন্দুরকানী, মোঃ কামরুজ্জামান শাওন, চেয়ারম্যান পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, মোঃ মহসিন হাওলাদার, সাধারণ সম্পাদক পাড়েরহাট ইউনিয়ন আওয়ামীলীগ, আবুল বাশার আজাদ সাধারণ সম্পাদক, জেলা ভূমি কল্যাণ সমিতি পিরোজপুর, শ্রী শ্রী রাধেশ্যাম সাহা বিশিষ্ট ব্যবসায়ী পাড়েরহাট বন্দর, মোঃ হাফিজুর রহমান হাফিজ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিজয় নিশান, ইমন ইসলাম আবু বিশিষ্ট ব্যবসায়ী, পাড়েরহাট মৎস্য আড়ৎ প্রমুখ।
এছাড়া পাড়েরহাট প্রিমিয়ার লীগ (পিপিএল) এর আয়োজক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102