মো: জিয়াউল,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ২৫ বছর পর সাত বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আসামি উপজেলার বালিপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. ইব্রাহীম খলিল।
২৪ জুন, সোমবার দিবাগত রাতে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই আ. রহিম ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, বরিশাল কোতয়ালী থানার এ্যালকোহল জাতীয় ভেজাল ঔষধ বিক্রি দায়ের মামলা নং- ২০/৯৮ জিআর সেশন ০২/২০০৬ বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালত সাত বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে সে ২৫ বছর পলাতক ছিল।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম খলিলকে এসআই আ. রহিম ও এএসআই মুনছুর আলম গ্রেফতার করেন। মঙ্গলবার (২৫ জুন) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.