মালয়েশিয়ার পেনাং নগরীতে সম্পন্ন হয়েছে এশিয়ান তায়কোয়ানদো ইনভাইটেশনাল ইন্টারন্যেশনাল চ্যম্পিয়ানশীপ। স্বাগতিক মালয়েমিয়া সহ মোট ৬টি দেশ এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। দল গুলো হচ্ছে মালয়েশিয়া, হংকং, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ভারত ও বাংলাদেশ। এই আয়োজনে অংশ নিয়েছে প্রায় এক হাজার প্রতিযোগী। আর এর মধ্যে বাংলাদেশের প্রতিযোগী সাজদা প্রিয়া স্বনূ পদক অর্জন করে। এছাড়া বাংলাদেশের অপর দুই প্রতিযোগী মাহামুদা ঈশিতা ও মো. মুকিত ব্রোঞ্জ পদক অর্জন করে। গতকাল সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সরকারের ক্রীড়া মন্ত্রী। এছাড়া আইটিএফ সহসভাপতি গ্রান্ড মাষ্টার ট্রেভর নিকোলস এশিয়ান আইটিএফ এর দায়িত্বপ্রাপ্ত মাষ্টার ডেভিড লাও, বাংলাদেশ তায়কোয়ানডো দলের কোচ এবং ফেডারেশনের সভাপতি আলী আকবর, সহ সভাপতি ও টিম ম্যানেজার মইনুর রহমান উপস্থিত ছিলেন। তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। যে সকল ছাত্র ছাত্রীরা ইন্টারন্যাশনাল তায়কোয়ান ডো ফেডারেশনে ইউকে হতে স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশ মার্শাল আর্টে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, নিজেদের জীবন রক্ষা করতে আত্মরক্ষামূলক মার্শাল আর্টে ভর্তি হয়ে নিজের জীবনকে সুরক্ষা করুন। আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত প্রশিক্ষক আইটিএফ এর আলী আকবর, চট্টগ্রাম সিজেকে এস মার্কেট ৫ম তলা কাজির দেউরি , যোগাযোগ করুন :০১৮১৯৮২২৩৯৫ #
মো: সুমন (বান্দরবন)
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.