গত ২১শে আগষ্ট ২০২১, ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্ট (WFBB) এর সংবিধান প্রণয়ন কমিটির প্রথম ভার্চ্যুয়াল সভা সংগঠনের আহ্বায়ক এবং কমিটি চেয়ারম্যান আমেরিকার আরিজোনা থেকে ড.বসুমিত্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন আমেরিকার বোষ্টন থেকে কমিটির সদস্য-সচিব সুহাস বড়ুয়া, মধ্যপ্রাচ্যের দুবাই থেকে আশীষ বড়ুয়া, বাংলাদেশ থেকে সদস্য মিতায়ন চাকমা, সুইজারল্যান্ড থেকে অরুন জ্যেতি বড়ুয়া। সভায় বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিকদের মধ্যে সম্পর্ক এবং যোগাযযোগের সেতুবন্ধন তৈরী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক নেতৃত্ব সৃষ্টি, স্বাধীন ও মুক্তবুদ্ধি চর্চার সুযোগ এবং জনকল্যাণে বাধাহীনভাবে কাজ করার সুবিধার্থে একটি যুগোপযোগী সংবিধান প্রণয়ন করার বিষয়ে বক্তারা মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, সহস্র বছরের বাংলা আজ স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ আর বাংলাদেশের বৌদ্ধরা হলো এই বাংলার প্রাচীন এবং অবিচ্ছেদ্য জনতা।
বক্তারা বলেন, বাংলাদেশের বৌদ্ধরা এক সময় বৌদ্ধ রাষ্ট্র হিসাবে বিশাল প্রাচীন বাংলা শাসন করে সমগ্র বিশ্বে জ্ঞান বিজ্ঞান ও স্থাপত্যের এক অসাধারন দৃষ্টান্ত স্থাপন করেছিল যা অদ্যাবদি পৃথিবীতে বিস্ময় হয়ে আছে। সেই বৌদ্ধ জাতি ভাগ্যের নির্মম পরিহাসে আজ বাংলাদেশ নামক ভূখণ্ডে জনসংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে। বৌদ্ধদের এই গৌরব ঐতিহ্যকে আমাদের জাগিয়ে তুলতে হবে যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাতে গর্ববোধ করে। তাঁরা বলেন, বৌদ্ধদের ধর্ম, কৃষ্টি এবং ঐতিহ্যকে আমাদের প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের দরকার সমগ্র বিশ্বে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধদের একটি বৃহৎ ছাতার নীচে এসে একত্রিত হওয়া। সভায় সমগ্র বিশ্বের সকল বাংলাদেশী বৌদ্ধদের সাথে সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নেটওয়ার্ক বা যোগসূত্র সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। তাঁরা বলেন,বৌদ্ধদের কৃষ্টি, সংস্কৃতি এবং স্থাপনা বিষয়ে জানার এবং গবেষণা করার জন্য নতুন প্রজন্মকে উৎসাহিত করা প্রয়োজন। কমিটির সদস্যরা বাংলাদেশের বৌদ্ধ জাতীর সার্বিক কল্যানে অবদান রাখার সহায়ক একটি উন্নত ও আন্তর্জাতিক মানসম্মত সংবিধান প্রণয়ন করার উপর গুরুত্ব আরোপ করেন।