রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

কমলনগরে অধ্যক্ষ পুত্রকে কর্মচারী পদে নিয়োগের অপচেষ্টার অভিযোগ : সংঘর্ষের আশংকা

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

নুরুল আমিন ভূঁইয়া দুলাল, নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগন্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় অফিস সহকারি কাম হিসাব সহকারি পদে একই মাদ্রাসার অধ্যক্ষ পুত্রকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অপচেষ্টা চলছে।

এদিকে এ নিয়োগকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, পরীক্ষার সময়, ক্ষণ কিছুই জানেন না খোদ ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং কমিটির অন্য সদস্যরা। মাদ্রাসা প্রধানের পুত্রকে নিয়োগ দিতে যত গোপনীয়তার আশ্রয় নেয়ার অভিযোগ করেন স্থানীয়রা।

প্রতিষ্ঠানের সভাপতি মাহবুবুর ইসলাম দোলন ও কমিটির সদস্য মাওলানা মো.সোলাইমান বলেন, মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহাজান হঠাৎ নিয়োগ পরীক্ষার দিন ধার্য করেন (৩রা নভেম্বর) রোজ শ্রক্রবার। তবে পরীক্ষা কখন কোন সময় হবে এমন কোন তথ্য নির্ধারণ করেননি। তিনি সম্পূর্ণ গোপনীয়তার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন অভিযোগ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো.শাহজাহান সম্পূর্ণ গোপনীয় ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি না পেয়ে স্থানীয় আগ্রহী প্রার্থীরা সময় মত আবেদন করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, বিজ্ঞপ্তি কোন পত্রিকায় এবং কোন তারিখে প্রকাশ হয়েছে তা জানতে চাইলে এর আগে তাও জানাননি অধ্যক্ষ। ফলে স্থানীয় প্রার্থীরা সঠিক সময়ে

আবেদন করতে পারেননি। অধ্যক্ষপুত্রের সহ ৪ টি আবেদনের সবগুলোই স্থানীয় এলাকার বাইরের।
সূত্রে আরও জানা যায়, মাদ্রাসা অধ্যক্ষ তার ছেলে মো.মাহমুদুল হাসানকে উক্ত পদে নিয়োগ দিবেন মর্মে অন্য ৩টি ডামি প্রার্থীর আবেদন জমা করেন। নিজ পুত্রকে নিয়োগ পেয়ে দিতে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়ার সবকিছু অতি গোপনীয়তায় সম্পন্ন করে চলেছেন অধ্যক্ষ মো.শাহজাহান এমন অভিযোগ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। তারা এ নিয়োগ কার্যক্রম বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান বলেন, বিধিমোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রার্থীরা আবেদন করেছেন, নিয়োগ প্রক্রিয়ার সকল কার্যক্রম নিয়োগ বিধিমোতাবেক এগিয়ে চলেছে। অনিয়মের কিছুই দেখছি না।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো.মাহবুবল ইসলাম দোলন বলেন, অধ্যক্ষ সাহেব নিয়োগ পরীক্ষা (৩রা নভেম্বর) রোজ শুক্রবার নির্ধারণ করে আমাকে জানান। তবে দিনের কোন সময় হবে এমন কিছুই বলেননি। তবে, আমার জানা মতে, বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম চলমান।

এদিকে নিয়োগ বোর্ডের সদস্য ডিজি প্রতিনিধি বোর্ডের পরিদর্শক লিপি সরকারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

দেশ যুগান্তর/আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102