রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ি ৩ বছর যৌন নিপীড়নের শিকার শিক্ষার্থী নামাজ পড়ে ফেরার পথে প্রা’ণ গেল বৃদ্ধের আদর্শ জাতি গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে, জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ খায়ের ভূঁইয়া’র মতবিনিময় কড়ৈতলি বাজারে নিয়ম-নীতির তোয়াক্কা না করে চলাচলের সড়কের উপর ভবন নির্মাণের অভিযোগ রায়পুরে পুরান বেড়ী ইসলামী যুব সংঘ’র ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রায়পুরে কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ মৃত্যুর ১৩ মাস পর গ্রাহকের স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগ সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা ও নগদ টাকা পেয়ে খুশি লক্ষ্মীপুরের বন্যার্ত কৃষকেরা চরপাতা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কাটা তাঁরের বেড়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে ৬ বছর অবরুদ্ধ বাস হেলপার বাবুল

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার দেখা হয়েছে

 

লক্ষ্মীপুরে বাড়ির চলাচলের রাস্তায় কাটা তারের বেড়া দিয়ে ৬ বছর ধরে এক বাস হেলপারের পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী বাস হেলপার শহিদ উল্যা বাবুল সাংবাদিকদের জানিয়েছেন। সরেজমিনের ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতাও পাওয়া যায়।

 

এরআগে ২০ নভেম্বর শহিদ এ ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেনের কাছে ৮ জনের নামে লিখিত অভিযোগ করেন। শহিদ উল্যা বাবুল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামের গোচ্ছার বাড়ির মৃত মোজাফ্ফর ইসলামের

। একটি প্রতিবন্ধী মেয়েসহ তার ৫ সন্তান রয়েছে। ৬ বছর ধরেই স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি।

 

অভিযুক্তরা হলেন খলিলুর রহমান, তার ভাই ছাবিদ উল্যা বেপারী, সফিক উল্যা, ভাতিজা আবদুর রব, ছকু মিয়া, মোহাম্মদ উল্যা, নুরনবী ও নুরুল ইসলাম। খলিল ও তার ছেলে মিজানুর রহমান অভিযোগকারীর ওপর প্রভাব খাটাচ্ছেন।

 

সরেজমিনে ঘটনাস্থল গিয়ে ভূক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শহিদের বাড়ির পূর্ব পাশে কাটা তারের বেড়া। একই সঙ্গে টিনের বেড়াও রয়েছে। এর একটি অংশ দিয়ে ৬ বছর আগেও তারা চলাচল করতো। কিন্তু সেখানে কিছু গাছপালা লাগিয়ে টিনের বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় খলিল ও তার ছেলেরা। এরপরও বেড়ার একটি টিন সরিয়ে তারা চলাফেরা করছিল। এনিয়ে একাধিকবার বৈঠক হলেও চলাচলের জন্য রাস্তা পাচ্ছিল না তারা। সবশেষ ১ বছর আগে টিনের বেড়া খুলে অভিযুক্তরা সেখানে কাটা তারের বেড়া লাগিয়ে দেয়। তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আসলেও শহিদের কোন লাভ হয়নি। উল্টো কাটা তারের বেড়ায় তার জীবনটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করলেও তার কোন সুরাহা হয়নি।

 

শহিদ উল্যা বাবুল বলেন, বাড়ির ওপরের রাস্তা দিয়ে সবাই চলাচল করতাম। কিন্তু ৬ বছর আগে খলিলুর রহমান ও তার ছেলেরা টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে সাবেক চেয়ারম্যান আহছানুল কবির রিপন ও পুলিশকে জানালেও কোন লাভ হয়নি। প্রায় এক বছর তারা কাটা তারের বেড়া দিয়ে দেয়। এখন আমরা অন্যের বাড়ির ওপর দিয়ে চলাফেরা করি। আমাকে উচ্ছেদ করার লক্ষ্যেই তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছে।

 

সুপারি ব্যবসায়ী বৃদ্ধ হাসান আলী বলেন, আমার পূর্ব পুরুষের ভিটাতেই আমি বসবাস করছি। ছকু মিয়া আমার খালাতো ভাই। বাড়ির পূর্বে অন্যের জমির ওপর দিয়ে আমরা চলাফেরা করতাম। পরে বাড়িঘর নির্মাণ হওয়ায় সেখান দিয়ে চলাচল করতে পারছি না। এদিকে ছকু মিয়ার বাড়ির উঠান পর্যন্ত রাস্তা রয়েছে। সেখান দিয়েই পরবর্তীতে আমরা চলাচল করতাম। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে তারা আমাদের পথ বন্ধ করে দিয়েছে। এখন আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি। অন্যের বাড়ির ভেতর দিয়ে আমাদের চলাচল করতে হয়।

 

খলিলুর রহমান বলেন, কখনো সেখানে রাস্তা ছিল না। হাসান আলী ও শহিদরা মিথ্যা অভিযোগ তুলছে। শহিদের বাবা মোজাফফর আমাদের কাছে জমি বিক্রি করেছেন। শহিদও বিক্রি করেছেন। তার বসতঘরের ভেতর আমাদের জমি রয়েছে।

 

খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান বলেন, বাড়ির ওপর আমার একার জমি নয়। অন্যরা শহিদকে রাস্তা দিতে চাইলে আমি দেবো। কিন্তু অন্যরা তাকে রাস্তা দিতে চাচ্ছে না। হাসান আলীর সঙ্গে আমার চাচাতো ভাই ছকু মিয়াদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। রাস্তার জমির পরিবর্তে অন্য স্থানের জমি দিতে বললে হাসানরা রাজি হননি। এজন্য ঘটনাটি মীমাংসা হচ্ছে না।

 

বক্তব্য জানতে দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম কামাল উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি ।

 

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
Don`t copy text!
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102
Don`t copy text!