ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার ৪ সন্তানের জননী জরিনা বেগম নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছে। বুধবার থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জরিনা বেগম উপজেলার আড়পাড়া গ্রামের আরশেদ গাজীর স্ত্রী। বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি জিডি করেছেন নিখোঁজ গৃহবধুর বড় ছেলে হাফিজুর রহমান।
জরিনা বেগমের বড় ছেলে হাফিজুর রহমান জানান, তার মা কাপড়ের ব্যবসা করতেন। গত বুধবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার পোড়াদাহ এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।এরপর থেকে তার মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করেছি। কোথাও পাইনি। মায়ের মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। তার মায়ের পরনে একটি কালো বোরখা ও হাতে ব্যাগ ছিল।
যদি কেউ তার মায়ের খোঁজ পান তাহলে ০১৭৪৭-৫০৫৩১২ এই মোবাইল নাম্বারে জানানোর অনুরোধ জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান,এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি জিডি হয়েছে। নিখোঁজ গৃহবধু উদ্ধারের চেষ্টা চলছে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.