কুমিল্লার লাকসামে কৃষ্ণপুর পেট্রোল পাম্প এলাকায় ইকোনো পরিবহন ও সড়ককে দাঁড়িয়ে থাকা ভেকুর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম।
তিনি জানান, দূর্ঘটনা কবলিত বাস ও ভেকুকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল শেষে নিহত যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।