কুলাউড়া থানা পুলিশের অভিযানে দোকানের মালামাল চুরি যাওয়ার ৩ দিনের মধ্যে চোরসহ মালামাল উদ্ধার করা হয়েছে। গত ১ জুলাই রাতে ভাটেরা স্টেশন বাজারের ‘তামাম ফ্যাশন’ নামে এক কাপড়ের দোকানে এ দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।
থানাসূত্রে জানা যায়, ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারের ‘তামাম ফ্যাশন’ কাপড়ের দোকানের মালিক মোঃ শিবলু মিয়া গত ১ জুলাই রাতে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন দোকানে এসে তালা ভাঙ্গা দেখতে পেয়ে দোকান খুলে মূল্যবান শাড়ি ও লুঙ্গিসহ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি যাওয়ার ঘটনা ধরা পড়ে। পরে তিনি এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ও এসআই মো. মাসুদ আলম ভূঁঞার নেতৃত্বে একদল পুলিশ সিলেটসহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে চোরাই মালামালসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি শনাক্ত করে শনিবার (৩ জুলাই) পুলিশ এক অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার সিএনজি পাম্প থেকে সিএনজি ড্রাইভার ও সিএনজির মালিক আসামি আব্দুল কালামকে সিএনজি গাড়িসহ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার তথ্যানুযায়ী অপর আসামি কামরুল ইসলামকে জুড়ী থানাধীন ভোগতেরা এলাকা থেকে গ্রেপ্তার করে তাদের তথ্যানুযায়ী সিলেট শহরের বন্দরবাজারস্থ হাসান মার্কেটের ৩৬/৩৭ নং দোকানে অভিযান চালিয়ে ৩ নং আসামি মালেক মিয়াকে গ্রেপ্তার করে তার দোকান থেকে চুরি যাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫ শত টাকার মালামাল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রোববার (৪ জুলাই) মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।