করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত রুগিদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের অক্সিজেন সিলিন্ডার বিতরণ কর্মসূচিতে এগিয়ে আদলো কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ.এ.ই।
আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়ার ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠন কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ. এ. ই এর অর্থায়নে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে ২১ আগস্ট সকালে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে প্রবাসী অভিবাবকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করা হয়।
সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ খান শাওন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল
এছাড়াও প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার জাকির হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রবাসীদের পক্ষে গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিম খানার পরিচালক আবুল কালাম, সমাজ সেবক হাজী তাহির আলি পাখি মিয়া, সোস্যাল কেয়ার অব নেশনের সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল, সদস্য মাছুম আহমেদ প্রমুখ।
বক্তব্য পর্ব শেষে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.