কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির গুরুত্বপূর্ণ মাসিক সভা ৫ সেপ্টেম্বর রাত ৯ টায় সমিতির অফিসে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম অাতিকুর রহমান অাখই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, এম,ফয়েজ উদ্দিন, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি,ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান অাফজল, ওয়ার্ড সম্পাদক অাঅাব্দুল্লাহ অাল মনি, মোঃ গৌচ মিয়া,অাব্দুল মতলিব,অশোক চন্দ্র, ওয়ার্ড সদস্য এনামুল হক,রিংকু বর্ধন, সাব্বির চৌধুরী, অাব্দুল মন্নান, হায়দর অালী, মারুফ অাহমদ জালাল প্রমুখ।
সভায় কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম গত ডিসেম্বর ২০২০ হইতে অাগষ্ট ২০২১ ইং পর্যন্ত যাবতীয় অায় ব্যায়ের হিসাব উপস্থাপন করলে তা পর্যালোচনা করে সর্ব সম্মতিতে অনুমোদন দেয়া হয়। এছাড়া রাত্রিকালিন সময়ে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাহিরের লাইট জালিয়ে যাওয়ার জন্য সকল ব্যবসায়ীদের প্রতি অাহবান জানানো হয়।
সভা শেষে কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রউফ উর রাজা এর পক্ষ থেকে নৈশপ্রহরীদের মধ্যে নতুন টচ লাইট বিতরণ করা হয়।