আত্মকর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সামাজিক সংগঠন "কেরোয়া নাগরিক পরিষদ"-এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ৮ টায় পূর্ব কেরোয়া মোহাম্মদীয়া বালিকা দাখিল মাদ্রাসার সম্মুখে কেরোয়া ইউনিয়নের ৩ জন শ্রমিকের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়। ভ্যান পেলেন, মুরাদ (২৭), দাউদ (৪৪) ও জাকির (৩২)।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ইউনুস।বিশেষ অতিথি ছিলেন কেরোয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ দেলোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার মো:নুর হোসেন, শ্রমিক নেতা হাফেজ নাচির উদ্দিন, এইচ এম মাহাবুবুর রহমান, নির্মাণ শ্রমিক নেতা কাজল, মো:তারেক হোসাইন, মো:টুটুল ও মুরাদ প্রমুখ।
নাগরিক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ ইউনুস বলেন, এই সংগঠনটি সবসময় সামাজিক ও মানবিক কাজে ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে করোনা মহামারিতে কর্মহীন হয়ে যাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান, অক্সিজেন সেবা প্রদান, মৃত দেহ দাফন সহ বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, শিক্ষা বৃত্তি প্রদান, বৃক্ষ রোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান, গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, হতদরিদ্র মানুষের জন্য কুরবানি গোশত বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন সহ নানাবিধ সামাজিক ও মানবিক কাজে ভূমিকা পালন করে আসছে এই সংগঠনটি। আগামীতেও যেকোনো সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন,এই সংগঠনটি পর্যায়ক্রমে আরো কয়েকজন শ্রমিকদের আত্মনির্ভরশীল করার জন্য তাদের মাঝে ভ্যান ও অটোরিকশা বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.