রুহুল আমিন খাঁন স্বপনঃ
বহির বিশ্বকে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর নীল নিকশায় মরিয়া হয়ে উঠা আওয়ামীলীগ নৌকার বাহিরেও স্বতন্ত্র নামে একাধিক প্রার্থী মাঠে নামিয়েছে। যেহেতু এই নির্বাচনকে জনগণ প্রত্যাখান করেছে। তাই আওয়ামীলীগের ফাঁদে পা নিতে স্বতন্ত্র নামক কোন প্রার্থীর পক্ষে কাজ না করার অনুরোধ জানিয়েছেন শরীফ মোঃ ইউনুছ।
৮ ডিসেম্বর শুক্রবার বিকালে নিজ ফেসবুক পোষ্টের মাধ্যমে বিএনপি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এ অনুরোধ জানান। শরীফ মোঃ ইউনুছ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপি’র সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
তিনি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, আওয়ামীলীগ ভোটার অংশগ্রহণ দেখানোর জন্য আই ওয়াশ হিসেবে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। যেহেতু আওয়ামীলীগ একক নির্বাচন করতেছে। তাহলে এখানে বিএনপি নেতাকর্মীরা কারো নির্বাচনে কাজ করতে পারবেনা।
তিনি আরো বলেন, আমরা আমাদের দলীয় আন্দোলন এগিয়ে নিবো এবং নির্বাচনে যাবো না। বিশেষ করে আমার ফরিদগঞ্জ উপজেলা অর্থাৎ চাঁদপুর-৪ আসনে যাতে বিএনপি’র কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কারো হয়ে মাঠে ভুলেও না নামে সেজন্য অগ্রীম নেতাকর্মীদের সতর্ক করতেই আমার এই আহ্বান রাখলাম।।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.