দিঘীকে শিশুশিল্পী থেকে নায়িকা রুপে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। কিন্তু দিঘীর প্রথম সিনেমা "তুমি আছো, তুমি নেই" এর ট্রেলার সামনে আসার পর হতাশ হয়েছে দর্শক। সমালোচনার মুখে পড়েছে নতুন এই নায়িকা। শুধু দর্শকরা নয় দিঘী নিজেও হতাশ হয়েছে তার সিনেমার ট্রলার দেখে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দিঘী নিজেই।
দিঘীর এমন মন্তব্যে চটেছিলেন সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এমনকি দিঘীর বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছিলেন বরেণ্য এই নির্মাতা। যেমন কথা তেমন কাজ।
সিনেমা মুক্তির ২ দিন আগে পরিচালক মামলা করলেন দীঘির বিরুদ্ধে।
বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জেলা জজ কোর্টে দীঘির বিরুদ্ধে ক্ষতিপূরণ ও মানহানির মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও প্রযোজক সিমি ইসলাম কলি। এ মামলায় আসামি করা হয়েছে দীঘি, তার বাবা সুব্রত এবং দীঘির মামাকে।
এর মধ্যে ঝন্টু ১ কোটি টাকার মানহানি ও সিমি ইসলাম কলিও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আলাদা মামলা করেছেন।
এর আগে, গত সোমবার (৮ মার্চ) দীঘির বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন পরিচালক ঝন্টু।
এ বিষয়ে পরিচালক গণমাধ্যমকে জানান, ‘কেন আমি মামলা করব না? সে আমাকে ও আমার চলচ্চিত্র নিয়ে বাজে মন্তব্য করবে আর আমি তাকে ছেড়ে দেব? এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটিরও কম। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘সিনেমার নায়িকাই যদি বলে, ছবি চলবে না তাহলে মানুষ কেন ছবিটি দেখবে? তার এ ধরনের কথা বলা ঠিক হয়নি। তার এই ধরনের কথা পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। আজ যদি আমি প্রতিবাদ না করি, তবে এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’
প্রসঙ্গত, সিমি ইসলাম কলির প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ,অমিত হাসান, সুব্রতসহ অনেকেই। আগামী ১২ মার্চ ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.