খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের ০১ ওয়ার্ডর শিব মন্দির পাড়ায় ""বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করলেন।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ০৫ নং ভাইবেনছড়া ইউনিয়নের ০১ ওয়ার্ডর শিব মন্দির পাড়ায় "বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"" প্রতিষ্ঠা করার বা নির্মাণ করার জন্য আজ বিকেলে নিজ কার্যালয়ে বিদ্যালয় নির্মাণ পরিচালনা কমিটির নিকট প্রতিশ্রুতি মোতাবেক পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন । এখন লোক মূখে শোনা যাচছে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস যেমনি কথা তেমনি কাজ করেন। তাই তিনি সাধারণ মানুষের নিকট ভগবানের পরেই জেলা প্রশাসকের স্থান বলে খাগড়াছড়ি জেলাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাই তাঁর এ বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ হাজার হাজার মানুষের ছেলে মেয়ের লেখাপড়ার সুগম হলো এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের ঘরে ঘরে শিক্ষার আলো জ্বেলে দিলেন শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মহোদয়।
তবে সকালর দিকে বলং হামারি নিম্ন মমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তাঁর সঙ্গে সফর সঙ্গী ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ মাহফুজা মতিন, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক কাজাকছা ত্রিপুরা, ভাইবোনছড়া আইডিয়েল স্কুলের প্রধান প্রেন্সিপাল অনিমেষ চাকমা, সুবল ত্রিপুরা উপস্থিত ছিলেন ।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের জায়গা ও শিব মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বিদ্যালয় নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি স্থানীয় উপস্থিত বাসিন্দাদের বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র অবলম্বন। শিক্ষা জাতিকে ও দেশকে উন্নত রাষ্ট্রে গড়ে তুলতে সম্ভব। শিক্ষার কোন বিকল্প নেই।
এতে আরো বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, অনিমেষ চাকমা, কাজাকছা ত্রিপুরা, সুবল ত্রিপুরা প্রমুখ।
এখানে একটি শিব মন্দিরও রয়েছে। প্রতি বছর এখানে শিব মেলাও বসে। এ এলাকার শিব মন্দির পাড়া, লালু পাড়া, নব কুমার পাড়া, আল মনি পাড়া, শ্যাম বাড়ী পাড়া, রবিধন পাড়া, কারিগড় পাড়া, রেজা মনি পাড়া, বড় রাইতোছা পাড়া, ছোট রাইতোছা পাড়া, ১০ নং প্রকল্প গ্রাম, নোয়া পাড়া,০৯ নং প্রকল্প গ্রাম, দু:খি রাম পাড়া, হরি সাধন পাড়া, হেডম্যান পাড়াসহ বিভিন্ন গ্রামের পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে । এ সব পাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলমেয়েরা ঘরে থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা লাভ করতে পারবে বলে স্থানীয় বাসিন্দাদের অপরিসীম আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.