কোভিড ১৯ মহামারি পরিস্থিতিতে লকডাউন চলমান থাকায় কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ।
আজ সোমবার ০৯ আগস্ট ২০২১ খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের মিলনায়নতন কক্ষে কোভিড ১৯ মহামারী পরিস্থিতে লকডাউন চলমান থাকায় কর্মহীন দু:স্থ ৩৩৬ পরিবারকে এক হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এ সব অর্থ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।
প্রধান অথিতি মাহফুজা মতিন বলেন, সরকারের সকল প্রকার বিধি নিষেধসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য সম্মত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথাও উপস্থিত থাকা সাধারণ জনগণের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন অপ্রয়োজনে কোথাও কেউ জনসমাগম জায়গায় যাবেন না, স্বাস্থ্য বিধি মেনে চলতে মাস্ক পড়ুন, সুস্থ থাকার জন্য এসব কথাগুলো তিনি বারবার আহবান করেছেন।
বাংলাদেশ সরকার করোনা ভাইরাস কোভিড ১৯ মহামারী পরিস্থিতির জন্য কর্মহীন দু:স্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত এ সব অর্থ খাগড়াছড়ি জেলার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ব্যবস্থাপনার দায়িত্বে অর্থ বিতরণ করা হয়। এ সব কর্মহীন দু:স্থ পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরণের জন্য ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। ইউনিয়ন পরিষদের গরীব দু:স্থ অসহায় কর্মহীন পরিবারদের অর্থ বিতরণ অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য সদস্যাসহ স্থানীয় মুরুব্বীরাও উপস্থিত ছিলেন।