সারা দেশের ন্যায় আজ সকাল ৯টায় শুরু হয়েছে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোভিড ১৯ (ভ্যাকসিন) গণমানুষের টিকাদান কর্মসূচী।
আজ শনিবার ৭ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের ০১, ০২, ও ০৩ নং ওয়ার্ডের ছয়শত (৬০০) জন মানুষকে সিনোফার্মা (কোভিড – ১৯) ভ্যাকসিন কার্য্যক্রম সুশৃঙ্খল ও সুস্থভাবে সম্পন্ন করা হয়েছে।
উক্ত ক্যাম্পেইন (পরীক্ষামূলক) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম। তাই আজ ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের তরুণ জননেতা অসহায় গরীব মেহনতি মানুষের বন্ধু প্রিয়ভাজন সুযোগ্য জননেতা চেয়ারম্যান বাবু পরিমল ত্রিপুরা বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পুলিশ, ভ্যাকসিন গ্রহণকারী গণমানুষের, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ও সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দদের। তিনি আরো জানান, এভাবে প্রতিদিন আমাদের ইউনিয়ন পরিষদের পাশের ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয় ও ভাইবোনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কোভিড ১৯ প্রতিরোধের জন্য সরকারের ঘোষণা মোতাবেক প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল তিনটা (০৩)টা পর্যন্ত গণমানুষের টিকাদান (ভ্যাকসিন) কর্মসূচীর কার্য্যক্রম চলবে। আজ ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ৬০০ জন সাধারণ জনগণের গণটিকাদান কর্মসূচী উদ্বোধনের মহুর্তে মানুষের উৎসাহ ব্যঞ্জক গণমানুষের টিকাদান (ভ্যাকসিন)কর্মসূচীতে অংশ নিতে এসেছেন দেখে ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা আনন্দিত ও উৎসাহিত ।
এ সময় সর্বাত্মক সহযোগিতায় ছিলেন ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তাতু মুনি চাকমা।