মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত সৎ এবং নিষ্ঠার সাথে দেশকে ভালোবাসতে হবে—জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন যুবদলের সদস্য সচিবকে নিয়ে গুজব রটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ‎জমিসংক্রান্ত জেরে শিশুকে নির্যাতন করে হত্যা চেষ্টা, থানায় অভিযোগ ‎ নিউজ প্রকাশের পর পরিসংখ্যানের জাকির কর্মকর্তা থেকে কর্মচারী ইতালিতে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি  দিবস পালন করা হয়   ‎যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রায়পুরের পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে ‎ রায়পুরে ৬নং কেরোয়া ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ইতালি ভিস্নেজা প্রবীনছের কাউন্সিলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের আলোচিত সেই সোহেলকে অব্যাহতি

খাগড়াছড়ির শুদ্ধাচার জেলা প্রশাসক বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরর জায়গা পরিদর্শন করলেন

এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি জেলার ০৫ নং ভাইবোনছড়া ইউনিয়নের ০১ ওয়ার্ডর শিব মন্দির পাড়ায় “”বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শন করলেন।

আজ রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং খাগড়াছড়ি জেলার ০৫ নং ভাইবেনছড়া ইউনিয়নের ০১ ওয়ার্ডর শিব মন্দির পাড়ায় “বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়”” প্রতিষ্ঠা করা হয়।

এ বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা রপিদর্শন করেন। সফর সঙ্গী ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ মাহফুজা মতিন, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক কাজাকছা ত্রিপুরা, বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা, সুবল ত্রিপুরা উপস্থিত ছিলেন ।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের জায়গা ও শিব মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বিদ্যালয় নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি স্থানীয় উপস্থিত বাসিন্দাদের বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই দেশের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র অবলম্বন। শিক্ষা জাতিকে ও দেশকে উন্নত রাষ্ট্রে গড়ে তুলতে সম্ভব। শিক্ষার কোন বিকল্প নেই।

এতে আরো বক্তব্য রাখেন ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, অনিমেষ চাকমা, কাজাকছা ত্রিপুরা, সুবল ত্রিপুরা প্রমুখ।
এখানে একটি শিব মন্দিরও রয়েছে। এ এলাকার শিব মন্দির পাড়া, লালু পাড়া, নব কুমার পাড়া, আল মনি পাড়া, শ্যাম বাড়ী পাড়া, রবিধন পাড়া, কারিগড় পাড়া, রেজা মনি পাড়া, বড় রাইতোছা পাড়া, ছোট রাইতোছা পাড়া, ১০ নং প্রকল্প গ্রাম, নোয়া পাড়া,০৯ নং প্রকল্প গ্রাম, দু:খি রাম পাড়া, হরি সাধন পাড়া, হেডম্যান পাড়াসহ বিভিন্ন গ্রামের পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে । এ সব পাড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলমেয়েরা ঘরে থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা লাভ করতে পারবে বলে স্থানীয় বাসিন্দাদের অপরিসীম আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102