খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেরর উদ্যোগে রোববার সকালে পরিষদের কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেরর চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধূরী অপু ।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেরর সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, পরিষদের সদস্য নীলোৎপল খীসা, শুভ মঙ্গল চাকমা, সদস্যা শতরূপা চাকমা, রাম্রাচাই মারমা, জুয়ল চাকমা প্রমূখ ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফুজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী অপু, আরও পুষ্পমাল্য অর্পণ করে খাগড়াছড়ির ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, খাগড়াছড়ি সমাজ সেবা অধিদপ্তরও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করে।
এ ছাড়াও পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধানগণসহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।
আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল ও উপস্থিতিদের মধ্যে কৌশলাদি বিনিময়ের পর চেয়ারম্যান ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন ।