বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম জাতীয় শোক দিবস (মৃত্যু বার্ষিকী) উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
গতকাল ১৫ আগষ্ট ২০২১ রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি” বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা প্রাপ্ত) এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননন্দিত জননেতা কুজেন্দ্র লাল এমপি ৫০০(পাঁচশত) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধূরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত “বঙ্গবন্ধু বৃত্তি বিতরণ” অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সম্মানীত পরিষদ সদস্য মংক্যচিং চৌধূরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পাঁচশত (৫০০) জন শিক্ষার্থীকে ২৮ আটাশ লাল ১৯ উনিশ হাজার টাকা “”বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি” প্রদান করা হয়েছে। তন্মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ৩১৯ জন শিক্ষার্থীকে ৬০০০ (ছয় হাজার) টাকা করে ১৯ উনিশ লাখ ১৪ চৌদ্দ হাজার (১৯.১৪) টাকা এবং উচ্চ মাধ্যমিক (ডিগ্রী) ১৮১ জন শিক্ষার্থীকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে ০৯ নয় লাখ ০৫ পাঁচ হাজার (০৯.০৫) টাকা বিতরণ করা হয়।