ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরের
ব্যস্ততম দু’পাশে চলছে দ্রুতগতির বাস-ট্রাক কাঁপছে মহাসড়কের মাঝখানের আইল্যান্ড,উড়ছে ধুলো বালু, মাঝেমধ্যে নামছে বৃস্টি বজ্রপাত৷
এর মধ্যে নিঘুর ঘুমে মগ্ন পথিক ভিক্ষুকের জনৈক পঙ্গু ব্যক্তি৷ এই ধরনের ঘর বাড়ি নেই এরকম মানুষদের প্রায়ই দেখা যায় এভাবে মহাসড়কের যাত্রী ছাউনী, পাশের ফুটপাতে শুয়ে থাকতে৷অনেকেই মহাসড়কের এধরণের উল্লেখিত স্থান গুলোতে ভিক্ষা ভিত্তি করে রাত ১১/১২টার পর-পরই দেখা যায় এধরণের ঘুমের দৃশ্য৷ অনেকেরই থাকার কোনও আবাস না থাকায় তারা রাত কাটাতে বেছে নেন এসব ঝুকিপূর্ণ স্থান গুলো৷ জীবন যেন কারো জন্যই থেমে থাকেনা, জীবিকার তাগিদে এভাবেই চলছে পথবাসী ভিক্ষুকদের জীবন সংগ্রাম৷
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায নবীগঞ্জ উপজেলা সদর থেকে আমাদের এ প্রতিনিধি কর্তব্য কাজ শেষে বাসায় ফেরার পথিমধ্যে হটাৎ তার ক্যামেরায় ধরা পড়ে এমন হৃদয় বিদারক দৃশ্য৷ এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমেই এই পথবাসী ভিক্ষুকদের দুর্ভোগ লাগব হবে বলে আশাবাদী সচেতন মহলের লোকজন৷