মো: জিয়াউল,পিরোজপুর প্রতিনিধি: গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী ২৮ অক্টোবর ২০২৪, সোমবার দুপুর ২:৩০ মিনিটে পিরোজপুরের টাউন ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় বিষয়ে মতামত দেওয়া হবে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক।
সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি গণতন্ত্র হত্যা দিবসের ইতিহাস তুলে ধরে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের ভূমিকা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার আহ্বান জানাবেন।
আয়োজকদের মতে, ২০০৬ সালের ২৮ অক্টোবর দিনটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করা হয়, কারণ সেদিন বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের মাধ্যমে তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আহ্বান জানাবেন।
সমাবেশে অংশগ্রহণের জন্য জেলার বিভিন্ন ইউনিটের সদস্যদের ও সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.