দেশে লকডাউনের কারণে টানা দুইদিন গণপরিবহন বন্ধ থাকার পর সরকারের নির্দেশে বুধবার সকাল থেকে (৭ এপ্রিল) আবার চালু হয়েছে। গণপরিবহন চালুর সকালেই রাজধানীতে বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সিএনজি চালকের।
বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে নীলক্ষেত ক্রসিং থেকে আজিমপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গোলাম মোস্তফা, তার বাড়ি কুমিল্লাতে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ভোরে ঠিকানা পরিবহনের একটি বাস নীলক্ষেত ক্রসিং থেকে আজিমপুর এর দিকে যাচ্ছিল। একই পথে একজন সিএনজি চালক সিএনজি নিয়ে যাচ্ছিলেন।
আমরা প্রত্যক্ষদর্শীদের কাছে জেনেছি, যাওয়ার পথে বাসটি পেছন থেকে সিএনজিটি কে ধাক্কা দেয়। সিএনজি চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’ নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, ‘সিএনজি চালক মৃত্যুর ঘটনায় ঠিকানা পরিবহনের গাড়ির চালককে আটক করেছি। তবে এখনও কোনো মামলা হয়নি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।