গাজীপুরের মালামাল স্থানান্তরের কথা বলে ভাড়া নেওয়া গাড়ি ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সারাদিন অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাফিজুর রহমান ওরফে রানা, ফিরোজ ওরফে কেরানী, এরশাদ ওরফে সাবু, আকাশ ওরফে রানা ও নয়ন মল্লিক। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে লুঠ হওয়া একটি পিকাআপ উদ্ধার করা হয়েছে। চক্রটি গাড়ি ছিনতাই করে গাড়ির যন্ত্রাংশ খুলে তা বিক্রি করে দেয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতরা পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাড়া বাসার মালামাল স্থানান্তর করার কথা বলে একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৩-৯৭৭১) ভাড়া করে । রাত ২টার দিকে পিকআপটি মহানগরের কাশিমপুর তেতুইবাড়ী সাকিনস্থ মোজার মিল সাবান ফ্যাক্টরী এলাকায় আসলে পূর্বথেকে ওৎপেতে থাকা ডাকাত দল চালক মোঃ রাকিব হোসেন ও হেলপার মোঃ সাদ্দম হোসেনকে মারপিট করে ফেলে রেখে পিকআপটি নিয়ে সফিপুরের দিকে চলে যায়। কিন্তু পিকআপটি সফিপুরের কাছাকাছি পৌছলে গাড়ী বন্ধ হয়ে গেলে তারা গাড়ী ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় ওই রাতেই কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের ভোগড়া এবং ঢাকার গাবতলী, আদাবর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকতদলকে গ্রেফতার করে এবং পিকআপটি উদ্ধার করে।