চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রইসউদ্দীন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শনিবার (১২জুন ) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি মহানন্দা নদীর ঘাট থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী তাজরিন বলেন, সেইদিন রাতে আমার স্বামীকে আতিকুর ও রহমান নামে দু'জন ব্যক্তি ফোন করলে সে রাতে খাওয়া-দাওয়া শেষ করে বের হয়। সে রাতে আর ফিরে না আসায় তাকে সে খোঁজাখোঁজি করতে থাকে গভীর রাত পর্যন্ত। কিন্তু তাতেও না পাওয়ায় আতিকুরের বাড়ি যায়। তারপরে সেই থেকে তার সন্দেহ সেই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
এ বিষয়ে মৃতের পিতা জবদুল হক জানান, তার ছেলে রইসউদ্দীন বৃহস্পতিবার রাত ১০টার সময় দু'জনের ফোন পেয়ে বাড়ির বাইরে বের হয়ে আর ফিরে আসে নি।তারপর তাকে খুঁজাখুজি করতে থাকে।
অপরদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, আজ সকাল ৮টা ৪৫ ঘটিকার সময় বোয়ালিয়া ইউনিয়ানের ২নং দুর্গাপুর মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন মৃতের লাশ দেখতে পাই। মৃত ব্যাক্তির ছোট ভাই মোঃ তাইজুদ্দিন এসে লাশ সনাক্ত করেন।
তিনি আরো বলেন, গত ১০জুন রাত আনুমানিক ১০টা ৩০মিনিটে একই গ্রামের এমদাদুল, মোস্তাকিম, আতিকুল ও রহমান সহ পাঁচজন ফেনসিডিল আনার লক্ষ্যে ইন্ডিয়ার বর্ডারে যায়। বিএসএফ এর তাড়া খেয়ে সকলে মহানন্দা নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে ৪ জন পানি থেকে উঠে গেলেও, মৃত রইসউদ্দিন পানি থেকে উঠতে পারে নাই। (গ্রেপ্তারকৃত এমদাদুল এবং মোস্তাকিম এর ভাষ্য অনুযায়ী) মৃতের পরিবারের দাবি ভিকটিমকে খুন করা হয়েছে। লাশের শরীরে সেমি গলিত আঘাতের কোন চিহ্ন পাওয়া যায় না। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.