জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সমালোচিত সভাপতি রিফাত আহম্মেদ বাবু'র বিরুদ্ধে ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আলহাজ্ব আতাউর রহমান আলতাব'র বিরুদ্ধে আপত্তিকর শ্লোগানে মিছিল, মিটিং দলীয় শৃঙ্খলা ভঙ্গকরণ সহ নানা অনিয়ম দুর্নীতি সাথে আতাত করা, অন্যের বাড়ীতে গিয়ে গাছ থেকে ফল পাড়া ও গাছ কাটা, জমি দখল, থানার দালালী, ব্যাংক ঋণে দালালী, ঝগড়া বিবাদে প্রায় সময় জডিত, সিনিয়র নেতৃবৃন্দের সাথে খারাপ আচারণ, বঙ্গবন্ধু' নামে ক্লাব করে উচ্চ সুদে ব্যবসা পরিচালনা এবং ক্যাশিয়ারের দায়িত্ব পালন, সাম্প্রতিক রিফাতের নির্দেশনায় ফিল্ম স্টাইলে এক অসহায়ের বাড়ীতে হামলা, লুটতরাজ ও যুবতী মেয়ে,স্কুলছাত্রীর শ্লীলতাহানি মারধরের ঘটনাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা এবং দলের ভিতরে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে ভাইরাস হিসেবে কাজ করছে। এই সব অভিযোগ তুলে এবং অভিযোগের বিষয়ে শতভাগ সত্যতা স্বীকার করে রিফাত আহম্মদ বাবু কে ৯ নং ঘোষেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব হতে বহিস্কার /অব্যহতি প্রদান করতে বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আলতাব বলেন -দলীয় শৃংখলা ভঙ্গকারি কোন অবস্থায় দলীয় পদ পদবি তে থাকতে পারবেনা।আমি এবিষয়ে উর্ধতন নেতৃবৃন্দে সাথে কথা বলবো যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করে আমাদের সুষ্ঠদ্বারা ছাত্ররাজনীতি করতে বাকীরা উৎসাহি হয়। অত্র ইউনিয়ন ছাত্রলীগের একাংশ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ দলের সুশিল সমাজ। একখন রিফাতে বহিস্কারি হচ্ছে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার একমাত্র উপায় এমন মন্তব্য করেছেন দলে একাধিক সিনিয়র নেতৃবৃন্দ।
দেশ যুগান্তর/আরজে
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.