গত ১৩/০২/২০২৪ তারিখ অনুমান ১৬.০০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকা হতে চট্টগ্রামের ইপিজেড থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিমের জবানবন্দিতে প্রাপ্ত অপহরণকারী নুরুল আবচার, পিতা-নূর বশর, সাং-ডেইল পাড়া, শাহপরীর দ্বীপ, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। ঘটনার অনুসন্ধানে জানা যায়, গত ২২ মে ২০২৩ তারিখে ভিকটিম মোহাম্মদ তারেক হোসেন (২১) চট্টগ্রামের ইপিজেড এলাকা হতে নিখোঁজ হয়। অপহরণকারীরা বিভিন্ন সময়ে ভিকটিমের পরিবারকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করতো। অনেক খোঁজাখুঁজি করেও ভিকটিমকে খুঁজে না পাওয়ায় ভিকটিমের ভাই মোঃ মোবারক হোসেন বাদী হয়ে গত ২৫ মে ২৩ তারিখ ইপিজেড থানায় একজনকে এজাহারনামীয় আসামী ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে এক সময় বের হয়ে আসে টেকনাফের অপহরণ চক্রকারীরা ভিকটিমকে মায়ানমারে পাচার করে দেয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রচেষ্টায় ভিকটিমকে ১০ দিন পর দেশে ফেরত আনা হয়। পরবর্তীতে ভিকটিমের বক্তব্য ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জবানবন্দিতে অপহরণকারী গ্রেফতারকৃত নুরুল আবচার এর নাম আসে। এরপর থেকে র্যাব-১৫ উক্ত অপহরণকারী নুরুল আবচারসারকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গতকাল উক্ত আসামী র্যাবের জালে আটক হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।#
জামাল উদ্দীন- কক্সবাজার