নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাষ্টারপাড়া থেকে মোলানী ব্রিজ হয়ে চিলাহাটি বাজার যাতায়াতের কাঁচা রাস্তাটি সামন্য বৃষ্টি হলে কাঁদায় পরিণত হয়। এতে রাস্তায় চলাচলকারী মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
পানি ও কাঁদা মাড়িয়ে স্কুল—কলেজের শিক্ষার্থী সহ গ্রামবাসীকে এ সড়কে চলাচল করতে হয়। এটি পাকা করার দাবি জানান স্থানীয়রা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ১ থেকে ২ হাজার মানুষ প্রতিদিন এ কাঁচা মাটির রাস্তাটি ব্যবহার করে। রাস্তাটির দৈর্ঘ্য ১ কিলোমিটার। এই রাস্তাটি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে চিলাহাটি বাজার যাতায়াতের একমাত্র পথ। এ রাস্তা ব্যবহার করে স্বল্প সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে। এ রাস্তা দিয়ে যেতে হয়। কলেজ,মাদরাসা ও প্রাথমিক—মাধ্যমিক বিদ্যালয় সহ অন্তত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান ।
প্রথমিক—মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করতে গ্রামের ছেলে—মেয়েরা ওই কাঁচা রাস্তা ব্যবহার করে চিলাহাটি বাজার সংলগ্ন চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ, চিলাহাটি সরকারি কলেজ ও চিলাহাটি জামি উলুম মাদ্রাসা যাতায়াত করে। যাতায়াতের সময়ে প্রায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব এলাকার অধিকাংশ মানুষ জেলে ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন।
গ্রামের বাসিন্দা, আমিনার ইসলাম বলেন, সামন্য বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাঁদা পানি জমে থাকে। তখন রিকশা— ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। রাস্তাটির বেহাল দশার কারণে বাড়ি থেকে চিলাহাটি বাজার যেতে খুব কষ্ট হয়।
স্থানীয়রা বলেন, মাটির কাঁচা সড়কটি বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তায় এক টুকরি বালু মাটি দেওয়ার কেউ নেই। মেম্বার ও চেয়ারম্যানের চোখেও যেন পরে না। বর্তমানে রাস্তাটিতে পানি ও কাঁদা জমে রয়েছে। এতে করে দুভোর্গের যেন শেষ নেই। রাস্তাটি দ্রুত পাকা করার দাবী জানান তারা ।
এ প্রসঙ্গে, ১ নং ভোগডাবুড়ী ইউনিয় পরিষদের চেয়ারম্যান একরামুল হকের সাথে মুঠোফোনে রাস্তার বিষয় নিয়ে কথা হলে, তিনি বলেন দেখি, কি করা যায়। বলে ফোন কেটে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হারুনুর রশিদ
বার্তা সম্পাদক : জাকির হোসেন শাকিল
আইন উপদেষ্টা : এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর হোসাইন
"এইচ বাংলা মিডিয়া কর্তৃক প্রকাশিত -দেশ যুগান্তর"
অফিস : পুরানা পল্টন, ঢাকা- ১০০০।
ই-মেইল : news.deshjugantor@gmail.com
যোগাযোগ : 01763592492
Copyright © 2024 দেশ যুগান্তর. All rights reserved.