শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

চুনাপাথর আমদানীতে সৃষ্ট জটিলতার অবসান বুধবার থেকে আবারো আমদানী শুরু

দেশ যুগান্তর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

 

শুল্কমুল্য বৃদ্ধির প্রতিবাদে ছাতকের ইছামতি, চেলা সহ সিলেট অঞ্চলের সবক’টি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ প্রায় ২৪ দিন বন্ধ থাকার পর এসব শুল্ক ষ্টেশন দিয়ে আবারো চুনাপাথর আমদানী পুরোদমে শুরু হচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা মনে করেন, ৩১ জানুয়ারী বুধবার থেকে ব্যবসায়ী ও শ্রমিকদের পদচারনায় আবারো মুখরিত হয়ে উঠবে এসব শুল্ক ষ্টেশন। মঙ্গলবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কার্যালয়ের প্যাডে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়। সিলেট কমিশনারেটের কর্মকর্তা ও আমদানীকারকদের সমুজতার ভিত্তিতেই সহনশীল শুল্কমুল্য নির্ধারণ করায় চুনাপাথর আমদানীতে সৃষ্ট জটিলতার অবসান ঘটে। চুনাপাথর আমদানীতে প্রতি মেট্রিক টন হিসেবে ১১.৫ ডলার থেকে তিন মাসের ব্যবধানে দু’ ধাপে ১৩.৫ ডলারে উন্নীত করায় ৮ জানুয়ারী থেকে ছাতকের ইছামতি, চেলা সহ সিলেট অঞ্চলের সবক’টি শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী বন্ধ ঘোষনা করেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মুল্য নির্ধারিত হওয়ায় ব্যবসায় অসম প্রতিযোগিতায় বাজার হারানো এবং লোকসানের আশংকা থাকায় চুনাপাথর আমদানী বন্ধ রেখে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে এফবিসিসিআই ও এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি) সাথে বৈঠক করে নির্ধারিত শুল্কমুল্যে চুনাপাথর আমদানীতে লোকসানের দিক গুলো তুলে ধরেন এখানের ব্যবসায়ী প্রতিনিধিগন। ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক নীতি ঠিক রেখে সিলেটস্থ শুল্ক ষ্টেশন সমুহের অবস্থান ও ভারতীয় খনি প্রকল্পের অবস্থান বিবেচনায় নিয়ে পণ্যের গুনগত মান সম্পর্কে তথ্য সংগ্রহ ও আভ্যন্তরিন বাজারে বিক্রয় মুল্য বিবেচনায় শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ সংক্রান্ত কোন সিদ্ধান্ত আবশ্যক হলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট হতে তা গ্রহন করা যেতে পারে বলে এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি) সিলেট কমিশনারেট কার্যালয়কে জানিয়েছেন- যা চিঠিতে উল্লেখ রয়েছে। এনবিআর এর মেম্বার(শুল্ক নীতি)’র পরামর্শ অনুযায়ী মঙ্গলবার সিলেট কমিশনারেট কার্যালয়ে কমিশনারেট কর্মকর্তাদের সাথে সকল শুল্ক ষ্টেশনের কর্মকর্তা, আমদানীকারক প্রতিনিধি ও সিলেট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমুজতার ভিত্তিতে চুনাপাথর আমদানীতে প্রতি মেট্রিক টন ১৩.৫ ডলারের পরিবর্তে শুল্কায়নযোগ্য মুল্য ১২.৭৫ ডলার নির্ধারণ করা হয়। ফলে চুনাপাথর আমদানীতে ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে বুধবার থেকে আবারো আমদানী শুরু করার ঘোষনা দেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে এফবিসিসিআই’র ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রানসিপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, এফবিসিসিআই’র বন্দর ও নৌ-পরিবহন সংক্রান্ত নবগঠিত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী বুধবার থেকে আমদানী শুরু হওয়ার কথা উল্লেখ করে জানান, বিষয়টি সমুজতার মাধ্যমে নিস্পত্তি হয়েছে#

 

সেলিম মাহবুব,(সিলেট)

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102