বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রায়পুরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি ফরিদগঞ্জে দূর্নীতিবাজ ইউপি সচিব শামিমের বিচার চেয়ে বিক্ষোভ রায়পুরে অবৈধভাবে বালু উত্তলন, চারটি ড্রেজার জব্দ করে যৌথবাহিনী! ফরিদগঞ্জে চাল নিয়ে চালবাজির অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার আসামি দিদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত  তারুণ্যের আয়োজনে নাইট শর্টপিছ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিক্টোরি, রানার্সআপ কয়াল বাড়ি একাদশ রায়পুর পৌর জামায়াতের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত রায়পুরে সাবেক যুবলীগ নেতা আটক! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন রাশেদ আমিন জামায়াতের আমীরের আগমনে ‎রায়পুরে লিফলেট বিতরণ

ছাতকের পল্লীতে লন্ডন প্রবাসী মোশাহদি আলীর নির্যাতনে অতিষ্ঠ গ্রামবাসী 

সেলিম মাহবুব, ছাতক, সুনামগঞ্জ :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৮ বার দেখা হয়েছে

ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম র্মতুজার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোশাহদি আলীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছে  চরবাড়ুকা গ্রামের সাধারন মানুষ।গ্রামে আধিপত্য বিস্তার করতে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে গ্রামের মানুষদের হয়রানী ও নির্যাতন করে যাচ্ছে ওই প্রবাসী।

সম্প্রতি গ্রামীণ রাস্তার মালকিানা দাবী করে রাস্তা সংস্কারে বাঁধা সৃষ্টি করে ওই প্রবাসী ও তার পরবিার। এ ঘটনায় গ্রামের ৬ নিরীহ ব্যক্তির বিরুদ্ধে ছাতক থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে দেশে থাকা তার ভাই মুসলেহ উদ্দিন। প্রবাসে থকেে প্রতনিয়িত নিরীহ গ্রামবাসীকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করাই যেন ওই প্রবাসীর নেশায় পরিনিত হয়ে পড়ছে। রোববার দুপুরে গ্রামরে লোকজন জড়ো হয়ে উপস্থতি সাংবাদকিদের কাছে প্রবাসীর বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ তুলে ধরেন।

এসময় গ্রামের নসীব আলী মেম্বার, মুফিজুর রহমান, আবুল বশর, তাজ উদ্দিন, আনফর আলী, আতাউর রহমান, হামিদ উল্লাহ, ওয়াছির আলী, বাদশা মিয়া, আব্দুর রব, তাজুল ইসলাম, মঈন উদ্দিন, আনছার আলী, আহমদ আলী গজম্বর আলী, আব্দুল জব্বার, এড, মুক্তাদির, শফিক মিয়া, শাহাব উদ্দিন সেলিম আহমদ, আজফর আলী, ফয়জুর রহমানসহ গ্রামের শতাধিক লোক উপস্থিত ছিলেন। তারা জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী ও দেশে থাকা তার ভাই মুসলেহ উদ্দিন অন্যায়ভাবে মিথ্যা মামলা-মোকদ্দমা দিয়ে শান্তিপ্রিয় গ্রামবাসীকে হয়রানী করে যাচ্ছে।

সম্প্রতি গ্রামের রাস্তার মালিকানা দাবী করে ৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয় প্রবাসীর ভাই মুসলেহ উদ্দিন। তারা জানান, কয়েক যুগ আগে গ্রামের মুরব্বিরা চরবাড়ুকা পয়েন্ট থেকে চানপুর পর্যন্ত তৈরী করে গেছেন। গ্রামবাসীর সাথে তখন প্রবাসী মোশাহিদ আলীর পিতা গোলাম মর্তুজাও রাস্তার জন্য কিছু ভুমি দিয়েছিলেন। পূর্ব পুরুষদের তৈরী ওই কাঁচা রাস্তা দিয়েই গ্রামের সর্বস্তরের মানুষ চলাফেরা করে আসছে দীর্ঘদিন ধরে। বর্ষার পানিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে প্রতিবছরই গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটসহ রাস্তাটি মেরামত করে থাকে। গ্রামের মানুষের দাবীর প্রেক্ষিতে এমপি মুহিবুর রহমান মানিক ওই রাস্তায় সরকারী অর্থায়নে দুটি ব্রীজ নির্মাণ করে দিয়েছেন। চরমহল্লা হাওরে রয়েছে গ্রামবাসীর প্রায় সাড়ে ৮শ’ হেক্টর ফসলী জমী। এসব জমির ফসল ঘরে তুলতে ওই রাস্তা ব্যবহার করে থাকে গ্রামের কৃষক পরিবার। গ্রামের ওই রাস্তা মালিকানা দাবী করে প্রবাসী মোশাহিদ আলী ও তার পরিবার জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। মামলা-মোকদ্দমা দিয়ে গ্রামের নিরীহ মানুষকে নির্যাতন করা হচ্ছে।

ইতিধ্যেই বিভিন্ন মিথ্যা অভিযোগে গ্রামের লোকজনের বিরুদ্ধে অন্তত অর্ধ ডজন মামলা দিয়েছে প্রবাসী মোশাহিদ আলী ও তার পরিবার। প্রবাসীর ও তার পরিবারের হয়রনী-নির্যাতন থেকে গ্রামবাসী মুক্তি পেতে এসব সত্য বিষয় প্রকাশ করার জন্য গ্রামের লোকজন সাংবাদিকদের প্রতি অনরোধ জানিয়েছেন।

দেশ যুগান্তর/আরজে

আপনার মন্তব্য লিখুন

আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 Desh Jugantor
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102